Nayagram Govt. ITI

স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নের জন্য রাজ্য সরকারের সঙ্গে সহমত ভিত্তিতে স্থান নির্বাচন করে, মহিলাদের entrepreneur করে রাজ্য সরকারের সহায়তায় মহিলাদের পরিচালনায় “শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী” গঠন করা হবে। এক্ষেত্রে facilitator হিসেবে “শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল” কাজ করবে।

এ বিষয়ে দৈনন্দিন অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১) মহিলা entrepreneur দের সচেতন করতে দৈনন্দিন সান্ধ্য বৈঠক সন্ধ্যা ৭ঃ৩০টায়।

২) মহিলাদের entrepreneur করে গড়ে তুলতে আলোচনা সভা প্রতিদিন রাত্রি ৯টায়।

মিটিং লিংক:
https://meet.google.com/wuu-aarr-nvx

বিস্তারিত জানতে: +91 8972314249 / +91 82403 09082